![]() |
প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার সমালোচনার মুখে নুসরত |
সেবা ডেস্ক: বেশ কিছুদিন আগে গ্র্যামির মঞ্চে খোলামেলা পোশাক পরে আক্রমণের মুখে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার পর এবার সমালোচনায় এরো নুসরত ।
![]() | |
|
সবুজ রঙের হাইস্লিট গাউন পরে পেজ থ্রি-র শিরোনামে উঠে এলেন নুসরত
![]() |
নেটিজেনরা অনেকেই ক্ষুব্দ নুসরতের উপর। ছবি- নুসরতের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া |
মুম্বইতে একটি অনুষ্ঠানে যখন হাজির হন নুসরত বারুচা, সেই সময় তাঁর সবুজ রঙের গাউন নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়
আরও পড়ুন>> গ্র্যামির মঞ্চে উঁকি দিচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার শরীর, ভাইরাল ছবি
![]() |
অনেকেই আবার বাহবা দিয়েছে নুসরত কে। ছবি- নুসরতের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া |
এইটুকু পোশাক কেন পরেছেন, খুলে ফেলুন বলে আক্রমণ করা হয় বলিউড অভিনেত্রীকে। আবার কেউ কেউ প্রশ্ন করতে শুরু করেন, নুসরত কি পোশাক পরতে ভুলে গিয়েছেন বলে
![]() |
ছবিতে দেখা যাচ্ছে অন্তর্বাসও পড়েন নি নুসরত। ছবি- নুসরতের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া |
নুসরত অন্তর্বাস পরতে ভুলে গিয়েছেন বলেও আক্রমণ করা হয় তাঁকে
আরও পড়ুন>> প্রিয়াঙ্কার আগে খোলামেলা নেকলাইন পোশাকে আসেন দীপিকা
![]() |
অনেক নেটিজেনরা বলছেন খুব সাহসী কাজ করেছেন নুসরত। ছবি- নুসরতের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া |
ট্রোলের মুখে পড়ে প্রিয়াঙ্কার যোগ্য জবাবের রেশ কাটতে না কাটতেই এবার সমালোচকদের নিশানায় নুসরত
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।