 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
সেবা ডেস্ক: সদ্য অনুষ্ঠিত গ্র্যামির অনুষ্ঠানে খোলামেলা নেকলাইন পোশাক পরে সমালোচনার মুখে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
আরও দেখুন>> গ্র্যামির মঞ্চে উঁকি দিচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার শরীর, ভাইরাল ছবি
ডিজাইনার রাল্ফ রুসোর পোশাক পরে প্রিয়াঙ্কা যখন গ্র্যামির অনুষ্ঠানে হাজির হন সেই সময় থেকেই পাপারাতজির নজরে আসেন প্রিয়াঙ্কা
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
যদিও এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী নেকলাইন পোশাক পরে সামনে এলেন এমন নয়, এর আগে দীপিকা পাডুকন একাধিকবার নেকলাইন পোশাক পরে প্রকাশ্যে আসেন
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
আরও দেখুন>> ঠোঁটে ঠোঁট রেখে দুই তারকার বন্য প্রেম (ভিডিও)
কখনও হলিউড তারকা ট্রিপল এক্স-এর প্রমোশনে ভিন ডিজেলের সঙ্গে নেকলাইন পোশাক পরে প্রকাশ্যে আসেন দীপিকা
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
আবার কখনও কান ফেস্টিভ্যালে গিয়ে নেকলাইন পোসাক পরে সামনে আসেন দীপিকা
আরও দেখুন>> মালদ্বীপে সৈকতে লাল মনোকিনি কঙ্গনা শর্মা
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
কখনও ফ্যাশন ম্যাগাজিনের জন্য ফোটশ্যুট করতে গিয়ে খোলামেলা পোশাক পরে সামনে আসেন দীপিকা পাডুকন
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
আরও দেখুন>> ইন্সটাগ্রামে পরিণীতির ‘নীল ছবি’ ভাইরাল
নেকলাইন পোশাক পরে এর আগে একাধিকবার সমালোচনার মুখে পড়েন দীপিকা, তা সত্ত্বেও মুখে কুলুপ এঁটেই তাকেন বলিউডের এই অভিনেত্রী
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
দীপিকার পর প্রিয়াঙ্কা এবার নেকলাইন পোশাক পরে প্রকাশ্যে আসতেই জোর তরজা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
কেউ প্রিয়াঙ্কাকে লাজলজ্জাহীন মহিলা বলে কটাক্ষ করতে শুরু করেন
 |
দীপিকা পাডুকনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেওয়া |
|
কেউ কেউ আবার প্রিয়াঙ্কার জন্য ভারতীয় মহিলারা লজ্জায় পড়ে যাচ্ছেন বলে আক্রমণ করতে শুরু করেন, যদিও শত সমালোচনার মুখে পড়েও চুপ করেই রয়ে যান পিগি চপস
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।