যুবা টাইগারদের দেয়া হবে গণসংবর্ধনা: ওবায়দুল কাদের

S M Ashraful Azom
0
যুবা টাইগারদের দেয়া হবে গণসংবর্ধনা ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুব টাইগারদের গণসংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন। আজ মন্ত্রিসভার বৈঠকে টাইগারদের গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিজয় গোটা জাতির বিজয়।

তিনি বলেন, এই বিজয়কে আমরা সেলিব্রেট করবো। আমরা আশা করছি তারা ফিরে এলে সোহরাওয়ার্দী উদ্যানে সুবিধামতো একটা সময়ে তাদের এই বিজয়কে সেলিব্রেট করবো।

দুর্দান্ত দক্ষতা দেখানোর পর চার বারের চ্যাম্পিয়ন ভারতের মতো বিশাল শক্তিমালী দলকে পরাজিত করে বাংলাদেশ ইতিহাসে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণরাই এনে দিয়েছে এ বিজয়। ঐতিহাসিক এ বিজয়ে তাদের অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন, বিশেষ করে ক্যাপ্টেন যে ম্যাচিউরিটি ক্যাপ্টেনসি প্রদর্শন করেছে; ছয় উইকেট যাওয়ার পর আমরাতো ভাবিইনি জিতবো। তিনি যেভাবে দলকে বিজয়ের স্বর্ণদুয়ারে টেনে নিয়ে গেছেন সেটা অবশ্যই এক স্মরণীয় ঘটনা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top