
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত অফিস সহকারি জাহাঙ্গির আলম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ শাহকে লাঞ্চিত করা ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের পাশে গোপালখিলা সড়কে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ শাহ ও ম্যানেজিং কমিটির সভাপতি এমএ জলিল।
বক্তারা বলেন, ওই অফিস সহকারি স্বইচ্ছায় বিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি নেয়। পরে আবার অন্যায়ভাবে যোগদানের চেষ্টা করে। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি না দেয়ায় ওই অফিস সহকারি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করে ও প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে ওই অফিস সহকারি জাহাঙ্গির আলমের বিরুদ্ধে বিচারের দাবি করে থানায় ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।