
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে আজ বুধবার রাত সোয়া নয়টা থেকে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
ফাল্গুন মাসের হঠাৎ বৃষ্টিতে স্বাভাবিক জীবন যাত্রার ছন্দপতন ঘটে। শহরের অনেক রাস্তাঘাটে পানি জমে যায়। অনেক রাস্তা কাদায়-পানিতে একাকার হয়ে যাওয়ায় পথচারীদের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হয়।
অপ্রত্যাশিত এমন বৃষ্টিতে অনেকই কাকভেজা হয়ে বাড়ী ফেরেন। বৃষ্টির কারণে বাড়তি রিক্সাভাড়া গুনতে হয়েছে।
এবার শেরপুরে আশাতীত আমের মুকুলের ছয়লাভ হয়েছে আমগাছ। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আমের মুকুলের অনেক ক্ষতি হতে পারে বলে অনেকেই আশংকা করছেন। বজ্রসহ বৃষ্টির কারণে জেলার অনেক স্থানে বিদ্যুত সঞ্চালন লাইনে ত্রæটি দেখা দেয়। ফলে প্রায় এক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।