সারাদেশের সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

S M Ashraful Azom
সারাদেশের সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার দুপুরে রেলভবনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে মালবাহী ট্রেন চলাচল করবে।

এর আগে দুপুর ১২টার দিকে বৃহস্পতিবার থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। সোমবার রাত থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে মেইল ও লোকাল ট্রেনের চলাচল বন্ধ করা হয়। তবে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুর পথে কিছু লোকাল ও কমিউটার ট্রেন চালু ছিল। পরে দুপুরে রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়াজাহানসহ শীর্ষ কর্মকর্তারা বৈঠক করে আজ সন্ধ্যা থেকেই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেন।

ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে সব যাত্রীবাহী ট্রেন আজ থেকেই চলাচল বন্ধের নির্দেশনা এসেছে। এরপরই তা জানিয়ে দেয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top