
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অক্সফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রুহুল আলম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উপজেলা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এতে বিচারক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বানিবাইদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল্লাহ, সহকারি শিক্ষক কবি রাবিউল ইসলাম, সহকারি শিক্ষক হারুনুর রশিদ, দুর্নীতি দমন কমিশনের উপজেলা ভলান্টিয়ার শেখ রাসেলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।