
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় পর্যায়ে কারিগরি সেবা নিশ্চিতকরণে লোকাল সার্ভিস পোভাইডারদের (এলএসপি) সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
অক্সফ্যাম বাংলাদেশের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সংঘের প্রকল্প কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষি এবং অকৃষি নিয়ে কারিগরি সেবা বৃদ্ধি করার জন্য এসব এলএসপি স্থানীয় পর্যায়ে সেবা প্রদান করবেন।
উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন।
বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৭ এলএসপি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং যার যার অবস্থান থেকে সেবা প্রদানের আশ্বাস দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।