বাংলা‌দেশ শিক্ষক স‌মি‌তি বাহুবল শ‌াখার উৎসব মুখর শিক্ষাসফর সম্পন্ন

S M Ashraful Azom
0
বাংলা‌দেশ শিক্ষক স‌মি‌তি বাহুবল শ‌াখার উৎসব মূখর শিক্ষাসফর সম্পন্ন
শামীম তালুকদার: হ‌বিগঞ্জের বাহুবল উপ‌জেলার শিক্ষক স‌মি‌তির বা‌র্ষিক শিক্ষা সফর-২০২০ আনন্দমূখর ভা‌বে সম্পন্ন হ‌য়ে‌ছে।

দু‌ই (২)দিন এক(১)রা‌তের এ বছ‌রের শিক্ষাসফর‌ের স্থান বি‌শ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অনু‌ষ্ঠিত হয়।বাংলা‌দেশ ‌শিক্ষক স‌মি‌তি বাহুবল শ‌াখা আ‌য়ো‌জিত ও শিক্ষক নেতৃবৃ‌ন্দের সা‌র্বিক ব‌্যবস্থাপনা এবং নেতৃত্বে ৭ মার্চ রোজ শুক্রবার সন্ধা ৭ টায় শিক্ষকবৃন্দ,পরিবারের সদস্যবৃন্দ সমন্বয়ে মোট ৮০ জন‌ নি‌য়ে শিক্ষা সফরের জন্য নিধা‌রিত দুটি(২) নতুন বিলাসবহুল বাসে(চেয়ার কোচ) উপ‌জেলার সরকারী দীননাথ ইন্স‌টি‌টিউশন হ‌তে ১ টি এবং মিরপুর গার্লস স্কুল এন্ড ক‌লেজ হ‌তে অন‌্যটি যাত্রা শুরু করে।

পর্যটন জেলা কক্সবাজা‌রে শিক্ষা সফরের অংশ হিসেবে গ্রুপ‌ভি‌ত্তিক বি‌শ্ব‌ের দীর্ঘত্তম সমুদ্র সৈকত এর লাব‌নি প‌য়েন্ট,সুগন্ধ‌্যা প‌য়েন্ট,ইনা‌নি,হিমছ‌ড়ি,রে‌ডিয়ান্ট ফিস ওয়াল্ড,ম‌হেশখা‌লির আ‌দিনাথ ম‌ন্দির,দ্বীপ সেন্টমা‌র্টিন,বা‌র্মিস মা‌র্কেট পরিদর্শন করা হয়।এরপর উক্ত বা‌সেই ৯ মার্চ রাত ৮:০০ ঘ‌টিকায় লাব‌নি প‌য়েন্ট হ‌তে ফিরতি যাত্রা শুরু করে ১০ মার্চ সকাল ৯:৩০ মি‌নি‌টে নিরাপদে পৌ‌ছে এই শিক্ষাসফর সফলভাবে সমাপ্ত হয়।

উ‌ল্লেখ‌্য এ শিক্ষা সফ‌রে জেলা শিক্ষা অ‌ফিসার মোহাম্মদ রুহুল্লা ‌প‌রিবারসহ অংশ নেন।পাশাপা‌শি কক্সবাজার জেলা প্রশাস‌কের মাধ‌্যমে হো‌টেল ব‌্যবস্থাপনাসহ সা‌বির্ক নিরাপত্তা নি‌শ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রা‌খেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি,বাহুবল শাখার সভাপ‌তি প্রিন্সিপাল আব্দুর রব ব‌লেন,আমরা সবাই মি‌লে এক‌টি সুন্দর শিক্ষা সফর সমাপ্ত কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি এ জন‌্য অংশগ্রহণকারী সকল শিক্ষকবৃন্দ‌কে আন্ত‌রিকভা‌বে ধন‌্যবাদ এবং জেলা শিক্ষা অ‌ফিসা‌রের প্রতি অ‌শেষ কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি ভ‌বিষ‌‌্যতেও আমরা এ ধারাবা‌হিকতা অব‌্যাহত রাখ‌তে আপ্রাণ চেষ্টা কর‌বো।সহসভাপ‌তি হা‌বিবুর রহমান,সকল‌কে ধন‌্যবাদ জানান,এছাড়াও স‌্যার‌দের ম‌ধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি,বাহুবল শাখার সহ-সভাপতি প্রসিট দেব,সহ-সভাপতি আউয়ুব আলী,সহ-সভাপতি ম‌জিবর রহমান,দীননাথ সরকারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রনয় দেব,প্রধান শিক্ষক এ এস এম নোমান,প্রধান শিক্ষক ‌মোঃজব্বার, সহকারী প্রধান শিক্ষক আবুল ফজল,সহ-সভাপতি আব্দুল হাই ও অন্যান্য নেতৃবৃন্দ এবং কাযকরী সদস‌্যবৃন্দ অংশ নেন।

আ‌রো উ‌ল্লেখ‌্য স‌মি‌তির সদস‌্যদের জামানত চাঁদা বাবদ ২০০০/টাকা এবং প্রতি সহ‌যোগী  জন‌্য ২৮০০/টাকা নেওয়া হয় যা নেতৃবৃ‌ন্দের ভর্তুকির পর অব‌শিষ্ট রিফা‌ন্ডেবল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top