
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক পাহাড়ি নারী শ্রমিক নিহত হয়েছে। বন্য হাতির আক্রমণে নিহত রিতা বড়ুয়া (৫৬) উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার রতন বড়ুয়ার স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বাঁশখালী ইকোপার্কের পূর্ব পার্শ্বে পাহাড়ী এলাকায় প্রতিদিনের মতো ছন কাটতে যায়। বন্য হাতির পাল ওই পাহাড়ি এলাকায় প্রবেশ করলে রিতা প্রাণ বাঁচাতে দৌঁড়ে পাশ্ববর্তী জঙ্গলে ডুকে পড়ে। সেখানে বন্য হাতি তাকে ধাওয়া করে শরীরের বিভিন্ন স্থানে পা ও শুঁড় দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বন্য হাতির আক্রমণের খবর পেয়ে এলাকাবাসী হাতির পাল কে ধাওয়া করে। ধাওয়া খেয়ে হাতির পাল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এলাকাবাসী মৃত অবস্থায় মহিলার লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জান শেখ বলেন, সাতকানিয়া-বাঁশখালী সীমান্তের পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে এক মহিলার মৃত্যুর খবর শুনেছি। এলাকাবাসী ওই মহিলার লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে গেছে। তদন্ত পূর্বক নিহতের পরিবার কে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হবে।
বাঁশখালী থানা পুলিশের ওসি মু. রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইকো-পার্কের অদূরে সাতকানিয়া-বাঁশখালী সীমান্তে শীলকুপ ইউনিয়নের রিতা বড়ুয়া নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।