
জামালপুর সংবাদদাতা : জামালপুর ৩৫ বিজিবি ২টি ভারতী-বাংলাদেশের সীমান্তে চোরাই গরুসহ একজনকে আটক করেছে। ১৭ মার্চ রাত সাড়ে ৩টায় বিজিবির বিওপির হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি টহল তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি রৌমারীর ইটালুকান্দা গ্রামের লবুল্লাহর ছেলে নূর ইসলাম (৪৫)।
বিজিবির পরিচালক অধিনায়ক এসএম আজাদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আটককৃত নূর ইসলামের কাছ থেকে একটি হাসুয়া জব্দ করা হয়েছে। আটকৃত গরুর মুল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ব্যাপারে রৌমারী থানায় মামলা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন