
ডা: জি এম কাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে।
সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, কুড়িগ্রাম পৌরসভা, জেলা আওয়ামীলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমূখ।
এছাড়াও দুপরে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুরাল উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী। পরে জেলা পরিষদ চত্বরে দু:স্থদের মাঝে খাবার ও হুইল চেয়ার বিতরণ করা হয়। রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কুড়িগ্রাম স্টেডিয়ামে বর্ণিল আতঁশবাজির আয়োজন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
