
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে সরিষাবাড়ী-দিগপাইত সড়কে পল্লীবিদ্যুত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পৌরসভার কামরাবাদ গ্রামের শফিক আকন্দের ছেলে ফয়সাল মিয়া (৭)। সে দিশারি ইংলিশ স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, শিশুটি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পল্লীবিদ্যুত অফিসের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অটোবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।