করোনা: ভারতজুড়ে কারফিউ

S M Ashraful Azom
করোনা ভারতজুড়ে কারফিউ
সেবা ডেস্ক: ক্রমেই বিস্তার লাভ করতে থাকা প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত জুড়ে কারফিউ জারি করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কারফিউ জারির ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, রোববার সকাল-সন্ধ্যা জনতা কারফিউ পালন করুন। এদিন কেউ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ি থেকে বের হবেন না। দেশের প্রত্যেক নাগরিক এই কারফিউ বাধ্যতামূলকভাবে মেনে চলবেন।

মোদি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, এই মুহূর্তে গোটা বিশ্ব বিশাল সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের চেয়েও বেশি দেশ আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, করোনা আতঙ্কের মুখোমুখি হয়েছে ১৩০কোটি ভারতীয়। প্রত্যেক ভারতীয় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন। কিন্তু গত কয়েকদিনে এটা মনে হয়েছে যে, আমরা এই সঙ্কটে আক্রান্ত হয়েছি। মহামারিতে আমরা এখনও নিরাপদ আছি; এমন চিন্তা-ভাবনা করাটা ভুল। আমাদের প্রত্যেক ভারতীয়র সতর্ক হওয়া উচিত।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখন থেকে এখন পর্যন্ত বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনে এই ভাইরাসে সংক্রমণ একেবারে নিয়ন্ত্রণে এলেও বিশ্বজুড়ে আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ভারতে এখন পর্যন্ত ১৭৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top