
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন দেশ থেকে এসেছে ৭১ জন। শুক্রবার সকাল পর্যন্ত কোয়ারেন্টাইনে ১৯ জন রয়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমিনুর রহমান।
অন্যদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান। এদিকে জনগণকে সচেতন করতে কাজিপুর উপজেলা প্রশাসনের নির্দেশে ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কাজ অব্যাহত রয়েছে। সেইসাথে গণ জমায়েত, সভা সমাবেশ, ওরস মাহফিল, নাম কীর্ত্তনসহ ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন,‘ বিদেশ ফেরৎ ৭১ জনের মধ্যে অনেকেই দুই-তিন সপ্তাহ পূর্বে এসেছেন এবং সুস্থ আছেন। এদের অনেকেই স্থায়ী ঠিকানা কাজিপুর ব্যবহার করলেও যমুনার ভাঙনের ফলে সেই ঠিকানায় তারা বর্তমানে থাকেন না। সব মিলে কাজিপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন