করোনা: বসানো হচ্ছে আরো ৪০০ আইসিইউ বেড

S M Ashraful Azom
করোনা বসানো হচ্ছে আরো ৪০০ আইসিইউ বেড
সেবা ডেস্ক: প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশে আরো ৪০০ আইসিইউ বেড যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে নতুন ১০০ আইসিইউ বেড স্থাপনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি আরো ৩০০ আইসিইউ বেডের সরঞ্জামাদিও আনয়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে আগে ২০০ আইসিইউ বেড ছিল। এগুলো যুক্ত করতে পারলে এখন ৬০০ এরও বেশি আইসিইউ বেড থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইটালির মতো উন্নত দেশে সাড়ে ছয়শ’ আইসিইউ বেড আছে। আমাদের দেশে সম্পদের অনেক সীমাবদ্ধতা আছে। এরপরও সময় মতো ৬০০ আইসিইউ বেড স্থাপন করা গেলে এগুলো দিয়েই অনেক মানুষ উপকৃত হবেন।

সম্মেলনে মন্ত্রী চায়নার উহান প্রদেশে করোনা মোকাবিলায় অভিজ্ঞ ডাক্তার-নার্সদের দেশে এনে দেশীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে গুরুত্ব দেন। চীনের সংকটের সময় বাংলাদেশ যেভাবে চীন সরকারকে সহায়তা করেছিলো, চীন সরকারও বাংলাদেশের খারাপ সময়ে পাশে থাকবে বলে মন্ত্রী জানান।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top