
সেবা ডেস্ক: বাংলাদেশে নোভেল করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে, তাই পরবর্তী আট মাসের ওষুধ মজুত রাখতে হবে- এমন একটি গুজব জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।
ম্যাসেঞ্জারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হওয়া গুজবে নামিদামি কোম্পানির ওষুধের নাম উল্লেখ করা হয়েছে, যা সংগ্রহে রাখার জন্য বলা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি নিছক প্রোপাগান্ডা (ভুল প্রচারণা), অসাধু ব্যবসায়ীদের ফন্দিফিকির।
ওষুধের লম্বা এ তালিকা ও পরিমাণ হিসেব করে দেখা গেছে, ওইসব বার্তায় একজন মানুষকে ২৬ পদের কমপক্ষে ৫৮ হাজার টাকার ওষুধ ও মেডিকেল জিনিসপত্র কিনতে বলা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় ওই বার্তায় ছোটদের জন্য সিরাপ, বড়দের জন্য সিরাপ, ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক পাউডার, নেব্যুলাইজার, স্যালাইন, সিরিঞ্জ, গজ, অ্যাসিডিট ট্যাবলেট, অ্যান্টিসেপ্টিক ক্রিম, সাবান, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, স্যানিটারি ন্যাপকিন, গজ ও চোখের ড্রপ কিনতে বলা হয়েছে।
এসব ওষুধ বাদেও মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, চোখের ড্রপসহ আগে থেকেই যারা নানা রোগের ওষুধ খাচ্ছেন তাদের সেসব ওষুধ ৮ মাসের জন্য আগাম মজুত করে রাখতে বলা হয়েছে। ওষুধগুলোর নাম যাচাই-বাছাই করে দেখা যায়, এগুলোর অধিকাংশই বাজারের নামিদামি ও প্রথম শ্রেণির কোম্পানির।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
