করোনা ভাইরাস: বাংলাদেশের প্রথম লকডাউন এলাকা শিবচর

S M Ashraful Azom
করোনা ভাইরাস বাংলাদেশর প্রথম লকডাউন এলাকা শিবচর

সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।

মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরে দুপুর পর্যন্ত ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দুইজনকে ঢাকায় আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

এরআগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে ৫ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরো জানান, মাদারীপুরের শিবচর এবং ফরিদপুর এলাকায় বেশি করে করোনার রোগী পাওয়া গেছে। অবস্থার অবনতি ঘটলে আমরা লকডাউনের দিকে যাবো।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top