সাতকানিয়ায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া শীর্ষক কর্মশালা

S M Ashraful Azom
সাতকানিয়ায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া শীর্ষক কর্মশালা
ওয়াসিম হায়দার, সাতকানিয়া-প্রতিনিধি: স্থানীয় ছোট খাটো বিরোদ-বিবাদ সহজে এবং স্বল্প সময়ে নিস্পত্তিতে ব্যাপক ভূমিকা রাখছে গ্রাম আদালত।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করণ এবং বিচারিক কাজে নারীদের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে গ্রাম আদালত গুরুত্বপূণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধিন উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালায় সভপতির বক্তব্যে এসব কথা বলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম।

১৯ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এম.এ মোতাবেল সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনুজুমান আরা।

কর্মশালার সেশন পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞা, উপজেলা সমন্বয়কারী জানে আলম। উক্ত কর্মশালায় সাতকানিয়া উপজেলার প্রকল্পভুক্ত ১২টি ইউনিয়নের ৩০ জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top