
সেবা ডেস্ক: করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বাংলাদেশের নতুন হটলাইন নম্বর ১৬২৬৩ চালু করা হয়েছে। এটি জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার হিসেবে পরিচিত। আজ সোমবার বিকেলে যুক্ত হবে আরো আটটি নম্বর। এছাড়া আগের চারটি নম্বর তো থাকছেই।
সোমবার আইইডিসিআর এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাসের তথ্যের জন্য চারটি নম্বর চালু রয়েছে। এর সঙ্গে নতুন নম্বরটি চালু করা হয়েছে। এই নম্বরটি ডেঙ্গুর সময় আমরা ব্যবহার করেছি।
তিনি জানান, আরো আটটি নম্বর আমরা যুক্ত করতে যাচ্ছি। বিকেল থেকে এই নাম্বারগুলো চালু হবে। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আটটি নম্বর জানিয়ে দেয়া হবে।
তাছাড়া কন্ট্রোল রুম খোলার নির্দেশনা দেয়া হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে । সেসব জায়গায়ও হটলাইন নম্বর থাকছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।