করোনাভাইরাস: দেশের সকল সিনেমা হল বন্ধের ঘোষণা

S M Ashraful Azom
করোনাভাইরাস দেশের সকল সিনেমা হল বন্ধের ঘোষণা

সেবা ডেস্ক: বর্তমান সময়ের বড় আতঙ্ক প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের কারণে আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষনা দিয়েছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

সোমবার সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এরইমধ্যে সিনেমা হল বন্ধ করা হয়েছে। সবাই সচেতন হচ্ছে। বাংলাদেশেও করোনা থেকে বাঁচতে নানা সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার।  দেশের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। এমন অবস্থায় প্রদর্শক সমিতি থেকে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, জীবনের চেয়ে বড় কিছু নেই। দেশের করোনা পরিস্থিতে সিনেমা হলগুলোতে দর্শক আসছে না। তাই ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। এরইমধ্যে বাংলাদেশেও আটজনের এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ পরিস্থিতে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top