জামালপুরে সিভিল সার্জন কার্যালয়ে করোনা বিষয়ক সভা

S M Ashraful Azom
জামালপুরে সিভিল সার্জন কার্যালয়ে করোনা বিষয়ক সভা
সেবা ডেস্ক: জামালপুরের সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আজ সোমবার করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সিভিল সার্জন গৌতম রায় স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জামালপুরের সকল উপজেলার যারা বিদেশ ফেরত বাংলাদেশী আসবেন তারা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনকে অবগত করেন।

সিভিল সার্জন জেলার সকল উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের এ বিষয়ে সহযোগীতা কামনা করেন। এছাড়াও সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তাদের সকল স্টাফদের নিয়ে উপজেলাগুলোর সর্বত্র  খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন।

আলোচনা সভায় করোনা ভাইরাস এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সভায়  করোনা ভাইরাস এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয় ও আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top