
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: সুদক্ষ ক্রিটার হিসেবে গড়ে তুলতে শেরপুরের শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০১৯-২০২০ এর আওতায় ও জেলা ক্রীড়া অফিসের পরিচালনায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ উপলক্ষে বুধবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার রানীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন। পরে ক্রিকেট প্রশিক্ষণার্থী ও অতিথি বৃন্দদের মধ্যে সনদ ও পুরুষ্কার বিতরণ করা হয়। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।