
স্টাফ রিপোর্টার: ‘মানুষ মানুষের জন্যে’ প্রতিপাদ্যে বগুড়ার ধুনট উপজেলার সাহিত্য সংগঠন ‘মনন” এর একঝাঁক নিবেদিতপ্রাণ যুবক করোনা সচেতনতায় মাক্স বিতরণ করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার উল্লাপাড়া গ্রাম ও হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অর্থায়নে স্যানিটাইজার সামগ্রি বিতরণ করেন।
এ মহতী কাজে অংশ নেন মনন সাহিত্য সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান আরজু. সাধারন সম্পাদক প্রভাষক ও কবি রাজিবুজ্জামান রাজিব সহ সংগঠনের নিবেদিতপ্রাণ তরুণেরা। এসময় রাজিব জামান জানান, ‘বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবদুল জলিল এর সহায়তায় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার শেখ শাহ আলমের সৌজন্যে আমরা মানুষের সচেতনতায় কাজ করতে পেরে খুশি।
আশা করি আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে।’
