
জামালপুর সংবাদদাতা : জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি ও চশমাসহ নানা উপকরণ বিতরণ করেছে ৩৫ বিজিবি।
মঙ্গলবার(১৭মার্চ) দুপুরে জামালপুর বিজিবি ক্যাম্পে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন প্রতিবন্ধীদের মাঝে এই উপকরণ বিতরণ কর্মসূচীর আয়োজন করে। পরিচালক লে. কর্ণেল এস এম আজাদ ও অতিরিক্ত পরিচালক মেজর এহসানুল হুদা প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় বিজিবি পরিচালক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মুজিব বর্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জেলার শতাধিক দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ সহ নগদ অর্থ বিতরণ করা হয়।
এছাড়াও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সকল সামাজিক সাংস্কৃতি সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
