দেওয়ানগঞ্জের বিদেশ ফেরত ৭ জনকে হোম কোয়ারেন্টিনে

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জের বিদেশ ফেরত ৭ জনকে হোম কোয়ারেন্টিনে
সেবা ডেস্ক: করেনাভাইরাস প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৯ মার্চ পর্যন্ত বিদেশ ফেরত সাত প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ইতিমধ্যে বিদেশফেরত সাতজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনের আওতায় এনে তাদেরকে সতর্কতার সাথে নিজবাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। তবে তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সৈয়দ আহমেদ শাফি এ প্রতিনিধিকে জানান, বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি আমরা নিশ্চিত করছি। উপজেলায় এখনো পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা রোগীদের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top