পাথরের চর থেকে ৫৭০পিছ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

S M Ashraful Azom
পাথরের চর থেকে ৫৭০পিছ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বাজার এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৭০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. কবির হোসেন (৪৫)। তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সবুজবাগ গ্রামের মো. আব্দুল করিম মণ্ডলের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমদে মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ মার্চ বেলা পৌনে তিনটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বাজারের দক্ষিণ পাশে স্থানীয় হাজী নূর মোহাম্মদের বাড়ির সামনে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫৭০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

মাদক কারবারি মো. কবির হোসেনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top