জ্বর-হাঁচি-কাশির রোগীকে মসজিদে যাওয়া নিষেধ!

S M Ashraful Azom
জ্বর-হাঁচি-কাশির রোগীকে মসজিদে যাওয়া নিষেধ!
সেবা ডেস্ক: বাংলাদেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জ্বর-হাঁচি ও কাশির রোগীকে মসজিদে যেতে বারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ এ আহ্বান জানিয়েছেন। এতে যারা বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি ও কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে শুক্রবার বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে শুধু ফরজ নামাজ আদায় করতে মসজিদে আসতে মুসল্লিদের আহবান জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব সরকার আজ শুক্রবার থেকে পবিত্র কাবা ও মসজিদে নববীতে জুমার নামাজসহ প্রবেশ নিষিদ্ধ করেছে।

চীন থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৫০ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৫২ জন। এছাড়া সুস্থ হয়ে ৮৮ হাজার ৪৩৭ জন বাড়ি ফিরেছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশে ১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৮ জন।

নিচে দেখুন কিভাবে ছড়াচ্ছে করোনা ভাইরাস:



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top