![]() |
কাজিপুর উপজেলা প্রশাসনের জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী |
কাজিপুর প্রতিনিধি: মুজিব বর্ষে প্রথম জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন এক র্যালী বের করে।
রবিবার সকাল দশটায় অনুষ্ঠিত র্যালিটি উপজেলা থেকে শুরু করে আলমপুর চৌরাস্তা ঘুরে হলরুমে এসে শেষ হয়। পরে কাািজপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর জেলা সমন্বয়কারী আমজাদ হোসেন বক্তব্য রাখেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।