
সেবা ডেস্ক: সবার অজান্তেই কাঁচি দিয়ে তার কেটে বোমা নিস্ক্রিয় করে তার মেয়েসহ অনেকজনের প্রাণ বাঁচালো জবা। জবা’র মেয়েকে হত্যার পরিকল্পনা করে স্কুলে বোমা বিস্ফোরণের ছক কষেছে দুর্বৃত্তরা। সে খবর আগেই পেয়ে যান জবা।
এদিকে সন্তানদের বিপদের খবর শুনে যেখানে অন্য অভিভাবকেরা দুশ্চিন্তায় জ্ঞান হারাচ্ছেন। তখন সাহসিকতা দেখালেন জবা। সুকৌশলে তিনি স্কুলের ভেতরে ঢুকেন। আর শুধুমাত্র কাঁচির সাহায্যেই বোমার তার কেটে ফেলেন! এমনকি নিজের হাতে বোমা সরিয়ে রাখেন!
মোটামুটি জনপ্রিয় ‘কে আপন কে পর’ ধারাবাহিকটিতে সিরিয়াস ঢংয়ে বোমা নিষ্ক্রিয়র এমন অদ্ভুত দৃশ্য দেখানোয় নেটদুনিয়ায় সমালোচনা চলছে।
একজন লিখেছেন, ‘পরিচালকের মনে হয় ব্যস্ততা ছিল। তাই নতুন কিছু দেখানোর ইচ্ছা হয়নি। যা মনে এসেছেন, তাই দেখিয়েছেন।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।