
সেবা ডেস্ক: ‘হ্যারি পটার’ খ্যাত তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন! বিখ্যাত সেলিব্রেটিদের মধ্যে করোনায় প্রথম আক্রান্ত হিসেবে তার নাম উঠে এসেছে। এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর এরপরেই শোরগোল পরে যায় হলিউডসহ হ্যারি পটার ভক্তদের মধ্যে।
তবে ‘হ্যারি পটার’ অভিনেতা করোনা ভাইরাসে আক্রান্ত হননি। টুইটারে এক ভুয়া টুইট ভাইরাল হয়ে গোটা নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। কিন্তু কেন এই টুইট করা হলো? তার পেছনেও রয়েছে দারুণ যুক্তি।
সম্প্রতি ‘বিবিসি ব্রেকিং নিউজ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইট বার্তা দেয়া হয়, ব্রেকিং: ড্যানিয়েল র্যাডক্লিফের করোনা ভাইরাস টেস্ট পজিটিভ। আক্রান্ত ঘোষিতদের মধ্যে তিনিই প্রথম বিখ্যাত ব্যক্তি যার শরীরে করোনা ভাইরাস ধরা পড়লো।
এই একটি টুইট হাজার হাজার টুইটার ব্যবহারকারীকে বোকা বানিয়েছে। এর মধ্যে নামকরা সাংবাদিকরাও আছেন। কারণ ওই ভুয়া অ্যাকাউন্টটির নাম দেয়া হয়েছে ‘বিবিসি নিউজ টুনাইট’। একই সঙ্গে বিবিসির লোগোও ব্যবহার করা হয়েছে। ফলে হাজার মানুষ টুইট বার্তাটি বিশ্বাস করে।
যতক্ষণে এই ভুয়া টুইট তুলে নেয়া হয়, ততক্ষণে তিন লক্ষাধিক মানুষ এটি দেখে ফেলে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।