ইসলামপুরে করোনা সর্তকতায় হাট বাজার বন্ধ ঘোষণা

S M Ashraful Azom
ইসলামপুরে করোনা সর্তকতায় হাট বাজার বন্ধ ঘোষণা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালুপরের ইসলামপুরে করোনা সতর্কতায় শহরের জনবহুল এলাকাসহ বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ।

এছাড়াও ইসলামপুরে এনজিও ঋণের কিস্তি এক মাসের জন্য শিথিল করা হয়েছে। ‘বর্তমানে করোনা ভাইরাসজনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। যার ফলে সোমবার উপজেলা প্রশাসন দ্রুত এই সিদ্ধান্ত গ্রহন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, এখনো উপজেলা লক ডাউনের কোন সিদ্ধান্ত হয়নি। ‘বর্তমানে করোনা ভাইরাসজনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এনজিও সংস্থাদের একমাসের মধ্যে কোন ঋণের কিস্তি নিতে না যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এছাড়াও শহরের কাচাঁবাজার,নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জরুরী সেবা ঔষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২৬মার্চ জন সমাগম যাতে না হয় শুধু পতাকা উড়িয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top