বকশীগঞ্জে করোনার নাম করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলেই ব্যবস্থা

S M Ashraful Azom

বকশীগঞ্জের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মাঠে উপজেলা প্রশাসন 

বকশীগঞ্জে করোনার নাম করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলেই ব্যবস্থা

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন রাত ৮ টার মধ্যে দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকি এড়াতে বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার সমাবেশ, ওয়াজ মাহফিল, জনবহুল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে মানুষকে। এদিকে করোনা ভাইরাসের নাম করে মানুষের নিত্য পন্যের মূল্য বৃদ্ধির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য পৌর শহরের কাঁচা বাজার, চাউল হাটি ও পেঁয়াজ মার্কেটে সরেজমিনে পরিদর্শন করেছেন । তিনি এ সময় ব্যবসায়ীদের পন্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন ।

ইউএনও ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি করে বলেন , যদি করোনা ভাইরাসের নাম করে কোন ব্যবসায়ী দ্রব্যের মূল্য বৃদ্ধি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বাজার পরিদর্শনকালে এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top