
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় আয়েশা-জোবেদা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে ১০ শয্যা বিশিষ্ট নতুন একটি আধুনিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ধুনট বাজার-হাসপাতাল সড়কের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানএমপি।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, আয়েশা জোবেদা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. এসএইচএম শাহ আলী, আলী আজগর মান্নান, এসএম রতন, আঞ্জুম আরা মনোয়ারা, পাপিয়া সুলতানা, লায়লা সুলতানা, শফিউল ইসলাম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।