ইসলামপুরে ৫ জন হোম কোয়ারেন্টাইনে

S M Ashraful Azom
ইসলামপুরে ৫ জন হোম কোয়ারেন্টাইনে
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদেশ ফেরত  পাঁচ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিকভাবে খোঁজ নিচ্ছেন বিভিন্ন এলাকায়।

মরণব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসন সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদেশ থেকে যারা ফিরেছেন তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান, যারা দেশে ফিরেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিক্যাল টিম প্রতিদিনই তাদের খোঁজ রাখছেন। প্রত্যেককে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক বাড়ির ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ইসলামপুরবাসীকে নানাভাবে সচেতন করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। সকলের সহযোগীতা কামনা করে বলেন-যদি বিদেশ ফেরত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। করোনা রোগীর উপস্বর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা আইসোলেশন ইউনিটে নেয়া হবে।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ইসলামপুর বাসীর উদ্যেশ্যে বলেন- আপাতত সকলকে বিশেষ কোন কাজ ছাড়া বাইরে না থাকায় ভাল। সকলকে মরণব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা সহিত চলার পরামর্শ দিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top