জামালপুর জেলা প্রেসক্লাবের মুজিবর্ষ উদযাপন

S M Ashraful Azom
জামালপুর জেলা প্রেসক্লাবের মুজিবর্ষ উদযাপন
জামালপুর প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর।

এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদেী, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জীবদ্দশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়েকবার জামালপুরে এসেছেন, জনসভা করেছেন যা তার আত্মজীবনীতেও উল্লেখ রয়েছে।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানান গৌরবোজ্জল দিক ও বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর আলোকপাত করেন বক্তারা। পরে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top