
সেবা ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) অফিসের ঝড়ে এক যুগ আগে উপড়ে পড়া লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ নষ্ট হচ্ছে চোখের সামনে। সরকারি সম্পদ বছরের পর বছর ধরে এভাবে পড়ে থেকে নষ্ট হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে নেই কোনো মাথাব্যথা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া বাজারসংলগ্ন সরকারি বিএডিসি অফিসটি দীর্ঘ দেড়যুগ আগে কার্যক্রম বন্ধ হয়ে যায়। অফিসটি দেখভালের জন্য একজন চতুর্থ শ্রেণির কর্মচারী থাকলেও তিনি পরে অবসরে চলে যাওয়ায় এটি পরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এরপর ২০০৭ সালের সুপার সাইক্লোন সিডরে বালিপাড়া বিএডিসি অফিসের কম্পাউন্ডের ভেতরে ১টি চম্বল ও ৩টি রেইনট্রি গাছ উপড়ে পড়ে। যার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। দীর্ঘ এক যুগ ধরে এই গাছগুলো এভাবে পড়ে থাকলেও উপজেলা কৃষি বিভাগ এর কোনো খোঁজ নেয়নি। যার কারণে গাছগুলো মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের একটি চম্বল গাছ মাটির সাথে মিশে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শুধু গাছ উপড়ে পড়ে নষ্ট হবার ঘটনাই নয়, দেড় যুগ ধরে দোতলা এই অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অফিসে থাকা চেয়ার, টেবিল, আলমিরা, একটি কাঠের ঘর সহ অফিসের বিভিন্ন মালামাল সুযোগ বুঝে লুটপাট করে নিয়ে গেছে স্থানীয প্রভাবশালীরা। এ ছাড়া গত কয়েক বছর আগে রাতের আধারে এখান থেকে ৫/৬টি মেহগনি গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, ২০০৭ সালের সিডরের বন্যায় ওই গাছগুলো উপড়ে পড়ে। এরপর থেকে অদ্যবধি কৃষি বিভাগের কোনো কর্মকর্তা এর কোনো খোঁজখবর নিতে দেখা যায়নি।
ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা আক্তার বলেন, যদিও এ অফিসটি কৃষি বিভাগের। তবে এটি কৃষি বিভাগের আলাদা একটি দপ্তর। এখানে ওই অফিসের বিষয়টি আমার তদারকির আওতাভুক্ত নয় বলে তিনি জানান।
পিরোজপুর বিএডিসি অফিসের উপসহকারী কর্মকর্তা নন্দিতা হালদার বলেন, ওখানে আমাদের একটি অফিস পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জেনেছি। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে বলে তিনি প্রতিবেদককে জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।