কোয়ারেন্টাইনে না থাকায় নারায়ণগঞ্জের দুই যুবককে জরিমানা

S M Ashraful Azom
কোয়ারেন্টাইনে না থাকায় নারায়ণগঞ্জের দুই যুবককে জরিমানা
সেবা ডেস্ক: নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করায় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর ইউএনও নাহিদা বারিক এই জরিমানা করেন।

নাহিদা বারিক জানান, করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা রয়েছে। তা অমান্য করে একজন সৌদিফেরত ও আরেকজন কুয়েতফেরত শিবুমার্কেট এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে বিকেল ৫টায় শিবুমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা করে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ জানান, তিন বিদেশি নাগরিকসহ ৩৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top