স্পেনে করোনায় আক্রান্ত আট বাংলাদেশির মধ্যে আশঙ্কাজনক ২

S M Ashraful Azom
স্পেনে করোনায় আক্রান্ত আট বাংলাদেশির মধ্যে আশঙ্কাজনক ২

সেবা ডেস্ক: স্পেনে আট বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্তদের মধ্যে তিন জন সিলেটের, ঢাকার দুই জন (দম্পতি), যশোরের এক জন। অপরজনের বাড়ি জানা যায়নি। তবে ঢাকার দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

এই প্রথম একসঙ্গে দেশটিতে মোট আট বাংলদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যে তিন জনের বাড়ি সিলেটে তাদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন মহিলা। পুরুষদের বয়স ৪৩ ও ৪৫ বছর। আক্রান্ত অপর নারীর বয়স ৩৫ বছর। তারা মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন। তবে ঢাকার ওই দম্পতির অবস্থা আশঙ্কাজনক। স্বামীর বয়স ৩৭ ও স্ত্রীর বয়স ২৬ বছর। তাদের আইসিইউতে রাখা হয়েছে। তাদের দুই মাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা মাদ্রিদের কারাবানচলে থাকেন।

মো. ফজলে এলাহী আরো জানান, করোনায় আক্রান্ত অপর দুই জনই তরুণ। তাদের বয়স ২৫ ও ২৬ বছর। ২৫ বছর বয়সী তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। অপরজনের বাড়ি জানা যায়নি। তারা দীর্ঘদিন ধরে মাদ্রিদেই থাকেন।

এরইমধ্যে মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ করা হয়েছে। এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুম্মার নামাজও সাময়িকভাবে বন্ধ করা হয়। যানবাহনে এবং চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৮ জন। সুস্থ হয়েছেন ১৮৯ জন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top