
বকশীগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আকরামুল হক, যুগ্ন সম্পাদক আঃ ছামাদ, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান, মেরুরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, বগারচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আকতার হোসেন, বাট্টাজোড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুরুজ্জামান নেদু, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন