
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত খয়ের উদ্দিন মাদারাসা ফাযিল শ্রেণি পর্যন্ত স্বীকৃতি পাওয়ায় প্রথম বারের মত ফাযিল (বিএ) ১ম বর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরল ইসলাম আব্দুল্লাহ , বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি মানিক সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মুক্তিযোদ্ধা আফসার আলী।
প্রথম বারের মত ফাযিল (বিএ ) ১ম বর্ষে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।