হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে সিলেটের সড়কে ঘুরছে বাবা-মা

S M Ashraful Azom
হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে সিলেটের সড়কে ঘুরছে বাবা-মা

সেবা ডেস্ক: হারিয়ে যাওয়া ছেলের সন্ধানে সিলেটে ঘুরে কান্না করে বেড়াচ্ছেন তারা। সড়কে যাকে পাচ্ছেন তার কাছেই হারিয়ে যাওয়া ছেলের সন্ধান চাচ্ছেন। গতকাল শুক্রবার দুপুরের সিলেটের শাহজালাল (র.) মাজার এলাকায় দেখা মিলে আনছার আলী ও শিপা বেগম নামের সন্তান হারানো এই দম্পতির। কান্না করে ছেলের সন্ধান কামনা করছেন।

আনছার আলী ও শিপা বেগমের ১২ বছরের ছেলে সাইফুল ইসলাম মুসা ৬ মার্চ ছাতকের তাজুপুরের ইসলামী ইনস্টিটিউটে যাওয়ার পথে নিখোঁজ হয়। সে ওই প্রতিষ্ঠানের হেফজ শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি ছাতকে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির গোবিন্দনগর গ্রামে। ছেলে নিখোঁজের পর ছাতক থানায় জিডি করেছেন আনছার আলী। এক সপ্তাহ পেরিয়ে গেলেও ছেলের সন্ধান পাননি।

আনসার আলী বলেন, মুসা ইসলামী ইনস্টিটিউটের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার একটি কাজে তাকে বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ নেই। ইসলামী ইনস্টিটিউটেও যায়নি। অনেক জায়গায় তার খোঁজ করেছি। কিন্তু কোথাও পাইনি।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল বলেন, মাদরাসাছাত্র মুসা নিখোঁজের অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ তার খোঁজ করছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top