
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জে.জে.কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালামের অপসারণ ও শিক্ষলদের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারে দাবীতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি দিয়েছে।
রবিবার দুপুরে জে.জে.কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজে প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি দেন শিক্ষার্থীরা।
স্মারক লিপি সূত্রে জানা যায়, গত ২ফেব্রæয়ারি ঢাকা-দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা ট্রেনের একটি কেবিনে সাবেক ছাত্রীসহ বাংলাদেশ রেলওয়ে পুলিশের হাতে আটক হয় জে.জে.কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আব্দুছ ছালাম। এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও শিক্ষার কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ আনয়নে অধ্যক্ষকে স্থায়ীভাবে অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে আসছে।
এর প্রতিবাদে অধ্যক্ষ আব্দুছ ছালামের অপসারণ ও শিক্ষদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ছাত্রীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।