করোনা প্রতিরোধে জনসচেতনতা মুলক টহল

S M Ashraful Azom
করোনা প্রতিরোধে জনসচেতনতা মুলক টহল
মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পি আই সি'র আওতাধীন সকল স্থানে মহামারী  করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ শুরু করেছে পুলিশের সদস্যরা।

আজ শনিবার ২৮মার্চ  জেলা পুলিশের নির্দেশ ক্রমে  ডাংধরা ও চরআমখাওয়া ইউনিয়নের সকল হাট বাজার সকাল থেকে সন্ধা পর্যন্ত পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ  পরিদর্শক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে পুলিশ টিম টহল দেয়।

তারা নিজ নিজ কর্ম এলাকায় করোনা প্রতিরোধে মানুষের জনসচেতনতা বৃদ্ধির কাজ করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখবেন।

মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও যে কোন ধরনের গনজমায়েত বন্ধ করে দিবেন।

পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রনে আনার নিশ্চিত করতে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস একটি মরণঘাতি ভাইরাস। এই করোনাভাইরাস প্রতিরোধে একমাত্র উপায় সচেতনতা বৃদ্ধি করা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top