
সেবা ডেস্ক: সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতি করোনা ভাইরাস। এ ভাইরাস থেকে কীভাবে বিশ্ববাসী পরিত্রাণ পাবে তা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে! শুধু ব্যাক্তিগত সুরক্ষার মাধ্যমেই কি এই মরণব্যাধি উপেক্ষা করা সম্ভব? মোটেও নয়।
কারণ আপনি যতই সুরক্ষিত থাকুন না কেন ছোঁয়াচে এই রোগটি কোনো না কোনোভাবে আপনাকে মুহুর্তেই আক্রান্ত করতে পারে। বর্তমানে সবচেয়ে ভয়াবহ বিষয়টি হলো, কে বা কারা করোনায় আক্রান্ত তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভিড়ের মধ্যে ঠিক কতজন এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি লুকিয়ে রয়েছেন তা আমি বা আপনি কেউই জানি না।
তার প্রকৃত উদাহরণ হলো এই ভিডিওটি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, হাসপাতালের এক কর্মী যিনি করোনায় আক্রান্ত তিনি কীভাবে অতি সহজেই করোনাভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছেন। ওই সময় হাসপাতালে উপস্থিত থাকা রোগী কিংবা অন্যান্যরা কেউই কিন্তু টের পাননি ওই কর্মী এক মরণ ব্যাধিতে আক্রান্ত।
লক্ষ্য করলে দেখবেন, আক্রান্ত ব্যক্তি ঠিক যেসব স্থানে বা বস্তুতে স্পর্শ করছেন সেসবও তাতক্ষণিক ভাইরাসে সংক্রমিত হয়েছে। অতঃপর যারা এসবের সংস্পর্শে এসেছেন তারাও মুহূর্তেই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। ঠিক এভাবেই আমাদের অজান্তে একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এমনকি তিনি যে কাপড় স্পর্শ করেছিলেন তার মাধ্যমেও পরবর্তীতে ছড়ায় ভাইরাসটি।
কতটা শক্তিশালী এই করোনাভাইরাস, বুঝতেই পারছেন নিশ্চয়! আর একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ঠিক কতজন মানুষ এই মরণ ব্যাধিতে আক্রান্ত হলো তাও তো দেখলেন! এই ব্যাধি থেকে বাঁচতে প্রয়োজন ব্যক্তিগত সুরক্ষা ও সচেতনতা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন