
ইচ্ছে এখন পালিয়ে যাই
গভীর কোনো বনে,
আমাজনের বুকে কিংবা
গহীন সাগর কোণে।
আঁধার রাতের নিকষ কালো
কিংবা কোন গুহায়
পাহাড় তলেও লুকোতে রাজি
কেউ যদি না পায়।
প্রাণ বাঁচাতে হায় হুতোশে
এদিক ওদিক ঘুড়ি
যার ইচ্ছেতে চলে ভুবন
তাকে নাহি স্মরি।
সচেতনতার সঙ্গে তোমার
বিশ্বাস রাখো ঠিক
যার দয়াতে বাঁচি আমরা
সেই দেখাবে দিক।
সামান্য এক রোগের ভয়ে
পালাই পালাই ছাড়ো
"করোনা" কি করবে তোমার
সহজ পথটা ধরো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন