অধিক মূল্যে মাস্ক-স্যানিটাইজার বিক্রি করায় ৭ ফার্মেসিকে জরিমানা

S M Ashraful Azom
0
অধিক মূল্যে মাস্ক-স্যানিটাইজার বিক্রি করায় ৭ ফার্মেসিকে জরিমানা
সেবা ডেস্ক: রাজধানী ঢাকায় বেশি মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অপরাধে সাতটি ফার্মেসিকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে একটি ফার্মেসির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার মজুদ করে সঙ্কট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে। যা আইনের পরিপন্থী।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, মঙ্গলবার অবৈধভাবে মাস্ক মজুদ রাখার অভিযোগে বাবুবাজারের একটি দোকানকে ২ লাখ টাকা জরিমানা এবং একটি দোকানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানে দেশে তৈরি নিম্নমানের মাস্ক পাওয়া যায়। অভিযানে র‌্যাব-৩ কে সহযোগিতা করে ওষুধ প্রশাসন অধিদফতর।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন জানান, মঙ্গলবার গুলশান-১ ও ২, বনানী এবং মহাখালী এলাকায় ম্যাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ধার্যকৃত মূল্যর অধিক মূল্যে ম্যাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় ৩টি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিআরপি সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল বলেন, মঙ্গলবার গুলশান এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মূল্য টেম্পারিংয়ের অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে আলমদিনা ফার্মেসিকে ২০ হাজার টাকা, ইউনাইটেড ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ইসলাম ফার্মাকে ২০ হাজার টাকাসহ ৩ ফার্মেসিকে জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, বর্তমানে দেশে হ্যান্ড স্যানিটাইজারের কোন সঙ্কট নেই। দেশের ৭টি প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন করে আরো ৩টি প্রতিষ্ঠান হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করবে। আপনারা হ্যান্ড স্যানিটাইজার না পেলে যেকোন সাবান দিয়ে ধুয়ে নিলেও চলবে। এমনকি কাপড় ধোয়ার সাবান ব্যবহার করেও এই জীবাণ মুক্ত করা যাবে।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণের খবর প্রচারের পরই বাংলাদেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়েছে। আর এই সুবিধা নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়াচ্ছে। এসব ব্যবসায়ীকে ধরতে অভিযানে নেমেছে র‌্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ওষুধ প্রশাসন অধিদফতর।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top