বকশীগঞ্জে সাত প্রবাসী হোম কোয়ান্টোইনে, প্রস্তুত আইসোলেশন বেড!

S M Ashraful Azom
বকশীগঞ্জে সাত প্রবাসী হোম কোয়ান্টোইনে, প্রস্তুত আইসোলেশন বেড!

বকশীগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আতঙ্কে রয়েছেন বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশও এই আতঙ্কের বাইরে নয়।তবে স্বাস্থ্য বিভাগ ভাইরাস ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন।

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের ২জন, বাট্টাজোড় ইউনিয়নের ৩জন ও বগারচর ইউনিয়নের ২জন মোট সাত বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোরারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক নিয়ন্ত্রণে রয়েছেন তারা। প্রতিনিয়ত খোঁজ রাখছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বিদেশ ফেরতের ১৪ দিন পর্যন্ত তাদেরকে হোম কোয়ান্টোইনে রাখা হবে। কেউ যদি এর ব্যতয় ঘটায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা প্রশাসন।
ঐারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের সাথে কথা বলতে সতর্কতা অবলম্বন করতে বলেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, বিদেশ ফেরত সাত জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ট আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের এখানে রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার জানান, প্রতিটি ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কেউ বিদেশ ফিরলেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top