শেরপুরে ১৩৮ জন হোম কোয়ারেন্টাইনে, প্রস্তুত ১৫০ শয্যা

S M Ashraful Azom
শেরপুরে ১৩৮ জন হোম কোয়ারেন্টাইনে,  প্রস্তুত ১৫০ শয্যা
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৫৩ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৮৫ জন ।

জেলায় এখনো কোন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়নি যদি করোনার কোন সংক্রামন পাওয়া যায়, তাহলে তা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ন সড়কে জীবাণনাশক পানি স্প্রে করা, মোড়ে মোড়ে হাত ধোয়ার জন্য অস্থায়ী বেসিন বসানো সহ পুলিশী সচেতনতা অভিযান অব্যহত রেখেছে ।

বন্ধ হয়ে গেছে বেশিরভাগ দোকানপাট।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধে জেলায় বিভিন্ন হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুতিসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট বিশেষ আইসোলেশন ওয়ার্ড, ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ২০ শয্যা, শ্রীবরদী হাসপাতালে ২০ শয্যা, নালিতাবাড়ীর রাজনগর মা ও শিশু হাসপাতালে ৫০ শয্যা ও নকলার উরফা হাসপাতালে ৫০ শয্যা রয়েছে। করোনা সন্দেহ হলে নালিতাবাড়ী ও নকলার দুটি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন কক্ষে রাখা হবে।



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top