ফ্লোরাসহ তিনজনকে আইনি নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের আইনজীবি

S M Ashraful Azom
ফ্লোরাসহ তিনজনকে আইনি নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের আইনজীবি

সেবা ডেস্ক: হোম কোয়ারেন্টাইন সংশ্লিষ্ট বাড়িগুলোর সামনে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলানোর পদক্ষেপ গ্রহণ করতে ফ্লোরাসহ তিনজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান।

স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মো. আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে এ নোটিশ পাঠানো হয়েছে।

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। মরণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার। এরইমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২২৯ জন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top